সংবাদ শিরোনাম ::
ধোপাজানে বালু খেকো বাবুল আটক

বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
ধোপাজান বালু মহাল থেকে বালু খেকো বাবুলকে আটক করা হয়েছে।
ররিবার রাত ৮টায় ধোপাজান বালু মহাল থেকে সুনামগঞ্জ মডেল থানার একদল পুলিশ সদস্য থাকে আটক করে।
বাবুল (৪০) সদর উপজেলার বালিউরা গ্রামের আবুল খয়ের এর পুত্র।