দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৮৪৫ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চোরাকারবার, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র কোম্পানি কমান্ডার আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আপ্তার উদ্দিন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইশ্রাঈল আলী, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, শাহ মাশুক নাইম, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সিসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।