দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা ৯ ইউপি চেয়ারম্যানের ৭ জনই অনুপস্থিত

- আপডেট সময় : ০১:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৪৪৭ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভায় ৯ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যে মাত্র দু’জন প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বুধবার (৩০ অক্টোবর ) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৯টি ইউপির চেয়ারম্যানের মধ্যে ৭ জন চেয়ারম্যানই অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জেল হাজতে থাকায় তাদের পরিবর্তে উপস্থিত ছিলেন দু’জন প্যানেল চেয়ারম্যান। নরসিংপুর ইউপি হতে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ইশ্রাঈল আলী ও বাংলাবাজার থেকে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবু হানিফ।
তবে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বলা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগষ্ট আওয়ামী সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অধিকাংশ ইউপি চেয়ারম্যান গা- ডাকা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, জনরোষ থেকে রেহাই পেতে কিংবা গ্রেপ্তার এড়াতে ইউপি চেয়ারম্যানেরা আত্মগোপনে রয়েছে। তাঁরা কেউই তাঁদের বাসাবাড়িতে নেই বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এমনকি তাঁদের কারো কারো মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউপির মধ্যে ৭ টিতেই আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান পদে আসীন। তবে মান্নারগাঁও ইউপির চেয়ারম্যান ইজ্জত আলী আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও বিগত দিনে আওয়ামীলীগের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক’র ছত্রছায়ায় আওয়ামীলীগের বিভিন্ন সভা ও কর্মসূচীতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে একপর্যায়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
অন্যদিকে আরেকটি ইউপির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
আওয়ামী লীগের পদবীধারী ইউপি চেয়ারম্যানরা হলেন, দোয়ারাবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খাঁন,লক্ষিপুর ইউপি চেয়ারম্যান জহিরুল হক,পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোহালিয়া ইউপি
চেয়ারম্যান শামিমুল ইসলাম শামীম। বিএনপির পদবীধারী ইউপি চেয়ারম্যান হলেন সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর-রশীদ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানেরা গা-ঢাকা দিয়েছেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হতে চেয়ারম্যানদের অবগত করা হয়েছে। সাধারণত তারা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে কম আসেন। এছাড়া আর কোনো কারণ আছে বলে জানি না।