নানা আয়োজনের মধ্য দিয়ে তাহিরপুরে সমবায় দিবস পালিত

- আপডেট সময় : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে তাহিরপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (শনিবার) সকাল ১০টায় সমবায় অধিদপ্তর তাহিরপুর উপজেলা অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভা।
তাহিরপুর সমবায় অফিসার আশীষ আচার্য্যের সভাপতিত্বে ও উপজেলা সমবায় পরিদর্শক রাশেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সমাজ কর্মী ও সাংবাদিক এস এম মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
প্রধান অতিথি বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় অর্থনৈতিক উন্নয়ন, আর অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হলো ‘সমবায়’। সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা সমবায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, কৃষি, মৎস্য, দুগ্ধ, পরিবহণ, গৃহায়ন, শিল্প, বিমা, বাজারজাত করাসহ অর্থনীতির সকল ক্ষেত্রে সমবায় কার্যকর পদ্ধতি হিসেবে পরিচিত। মূলধন গঠন, বিনিয়োগ, পুষ্টিচাহিদা পূরণ, নারীর ক্ষমতায়ন, আবাসন সুবিধা সমবায়ের অন্যতম প্রতিপাদ্য।