সিলেটস্থ ছাতক সোশ্যাল ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ০৪:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
সিলেটস্থ ছাতক সোশ্যাল ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে শহীদ সোলেমান হলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
নানা আয়োজনের মধ্যে ছিল আনন্দ র্যালি, কেক কাটা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় অসামান্য ভূমিকা পালন করছে ছাতক সোশ্যাল ফোরাম। এলাকার শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা করে তাদেরকে প্রতিষ্ঠিত হতে অনুপ্রেরণা জোগাচ্ছে। সামাজিক দায়বদ্ধতায় আগামীতে আরও বিস্তৃত পরিসরে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
ছাতক সোশ্যাল ফোরামের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ওয়াহিদুল হক, এডভোকেট রেজাউল করিম তালুকদার এডভোকেট শফিকুল ইসলাম, মাওলানা আনোয়ার উল্লাহ, , আরিফ খান, সিনিয়র সহ-সভাপতি আবু হুরায়রা সুরত, সহসভাপতি মিজানুর রহমান জাবেদ, নজমুল হোসেন, সহসাধারণ সম্পাদক হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রুবেল, সহসাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ রহমান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আমজদ, কোষাধ্যক্ষ আমির হোসেন, সদস্য সাদিকুর রহমান খোকন, পাশবী চৌধুরী লিলি, কুহেলী রায় মুক্তা, বিকাশ সাহা প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা করম আলী,সিলেটি আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। নাটক পরিবেশন করেন ক্ষুদে শিল্পীরা।
অনুষ্ঠানে বিগত দুই বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় বিশজন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
এর আগে বিকেলে শহীদ সোলেমান হল থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর চৌহাট্টা সড়ক প্রদক্ষিণ করে আবার সোলেমান হলে গিয়ে অনুষ্ঠানে মিলিত হয়।