ধর্মপাশায় ৩৫০গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

- আপডেট সময় : ১২:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ গ্রাম থেকে ৩৫০গ্রাম গাঁজাসহ মোঃ আলমগীর হোসেন (২৭), ফারুক মিয়া (৩২), ও প্রান্ত চন্দ্র সিংহ নামের ৩জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ওই ৩জন মাদক কারবারি হলো সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাসিন্দা শামছুল ইসলামের ছেলে মোঃ আলমগীর হোসেন, ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের বাসিন্দা কমল মিয়ার ছেলে ফারুক মিয়া ও লিটন চন্দ্র সিংহের ছেলে প্রান্ত চন্দ্র সিংহ।
ধর্মপাশা থানার এসআই পঙ্কজ ঘোষ বলেন, খবর পেয়ে উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের বাসিন্দা মৃত শফিক চৌধুরীর তিনতলা বিশিষ্ট বসতবাড়ির ছদের উপর থেকে পলিথিনে মোড়ানো গাঁজাসহ ক্রয় বিক্রয়ের সময় মোঃ আলমগীর হোসেন (২৭), ফারুক মিয়া (৩২), ও প্রান্ত চন্দ্র সিংহ নামের ৩জন মাদক কারবারিকে ৩৫০গ্রাম গাঁজা জব্দসহ শনিবার (২নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার (৩নভেম্বর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।