সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্য

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা থেকে
- আপডেট সময় : ১২:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / 130
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের পালপাড়া গ্রামের পেছনে থাকা মনাই নদীতে মঙ্গলবার সকাল ১০টার দিকে গোসল করতে গিয়ে প্রমোদ পাল (৫২) নামের এক ব্যক্তি নিখোঁজ হন। ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে এই ব্যক্তির লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের পালপাড়া গ্রামের প্রমোদ পাল (৫২) মঙ্গলবার সকাল ১০টার দিকে মনাই নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুব দেন। পরে আর তিনি ভেসে উঠেননি। ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে ফারুক মিয়া নামের এক ব্যক্তি নদীতে ডুব দিযে নিখোঁজ ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ধর্মপাশা থানার এসআই বদিউজ্জামান বলেন, এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।