সুনামগঞ্জে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৫৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ শহরের মুহাম্মদপুর এলাকায় বিনামূল্যে চেখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের ব্যবস্থাপনায় অসচ্ছল মানুষের জন্য আয়োজিত এই ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌরশাখার আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান।
ক্যাম্পে প্রায় শতাধিক চোখের রোগীকে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে যাদের চোখের ছানি সমস্যা থাকবে তাদেরকে ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে জনতা চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জে অপারেশন করা হবে।