সংবাদ শিরোনাম ::
দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ৩দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার আয়োজনে সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ১৯টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ৩৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।