ধর্মপাশায় পাঁচ কেজি ওজনের পিতলের কালীপ্রতিমা চুরি

- আপডেট সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরের দরজার তালা ভেঙে মঙ্গলবার রাতে চোরেরা পাঁচ কেজি ওজনের পিতলের একটি কালী প্রতিমা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই মন্দির পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ চৌধুরী মিঠু (৪৯) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বুধবার দুপুরে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন।
মন্দিরটির সেবায়েত যুগেশ চন্দ্র সরকার (৬৫) বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষে মন্দিরটির দরজায় আমি তালা মেরে দিয়ে নিজ বাড়িতে চলে যাই। বুধবার সকাল সাতটার দিকে মন্দিরে পূজা দিতে এসে দেখি এটির দরজা খোলা রয়েছে। রাতের আঁধারে দরজায় থাকা দুটি তালা ভেঙে চোরেরা সেখানে থাকা পাঁচ কেজি ওজনের পিতলের কালী প্রতিমাটি চুরি করে নিয়ে গেছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও পাঁচ কেজি ওজনের পিতলের কালী প্রতিমাটি উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত রয়েছে।