শাল্লায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

- আপডেট সময় : ১০:৫৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
শাল্লায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র্যালী করেছে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
৯ নভেম্বর শনিবার দুপুর ১টায় বিএনপি নেতা করিম মিয়ার নেতৃত্বে পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়েছে।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আমজাদ হোসেন, বিএনপি নেতা করিম মিয়া, মাসুদ আল কাউসার,উপজেলা বিএনপির অন্যতম সদস্য মুসা মিয়া,যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব হোসেন শিশু, যুগ্ম আহ্বায়ক, রাকিব মিয়া, শামীম মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলবাব মিয়া, মাতাব আলী, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন আহমেদ,সাবেক ছাত্রদল নেতা সুমন মিয়া,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাগর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক জুবেদ আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হহৃদয় মিয়া, যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান ডালিম প্রমূখ।
এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসটি আজ ৯ নভেম্বরে পালন করা হয়েছে।