ফলোআপ: শিক্ষক রাজীব চৌধুরীর মৃত্যু
পিটিআই প্রশিক্ষণার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / 216
অটো রিক্সার ধাক্কায় পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষক রাজিব চৌধুরী মারা যাওয়ায় দায়ী অটো চালকের গ্রেফতার ও শাস্তির দাবিতে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল দশটায় সুনামগঞ্জ পিটিআই ক্যাম্পাসের সামনে শিক্ষকরা সড়ক অবরোধ করে অটোরিক্সা চালক হুমায়ূনকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন
সড়কে আধঘন্টা কর্মসূচি পালনে যানযট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে বিচারের আশ্বাস দিলে শিক্ষকরা অবস্থান ছেড়ে চলে যান। তবে অটোরিক্সা চালক হুমায়ুনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক নেতা গিয়াস উদ্দিন, হারুন রশিদ, রানা তালুকদার, আতাউর রহমান তালুকদার, আরতি রানী তালুকদার প্রমখ।
উল্লেখ্য, গত বুধবার রাতে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে বেপরোয়া অটোরিক্সা চালক ধাক্কা দেয় শিক্ষক রাজীব চৌধুরীকে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়। সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে ওই শিক্ষক শনিবার মারা যান।
তার মর্মান্তিক মৃত্যুতে ক্ষুব্দ হয়ে ওঠেছেন প্রাথমিক শিক্ষকরা। তাই বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছেন।













