সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় নারী মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা থেকে
- আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / 131
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে গাঁজা সেবন ও গাঁজা ক্রয় করার অপরাধে বিবি আক্তার (৪০) নামের এক নারীকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই নারীর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে।
রবিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই দণ্ড দেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার বাহুটিয়াকান্দা গ্রাম থেকে রবিবার সকাল নয়টার দিকে ওই নারীকে ২০গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করেন গ্রামবাসী। পরে ভ্রাম্যমাণ আদালের মাধ্যমে তাঁকে এই দণ্ড দেওয়া হয় এবং ২০গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। কারাদণ্ড পাওয়া ওই নারীকে কারাগারে পাঠানো হয়েছে।