সুনামগঞ্জ ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা সাজ্জাদ খান গ্রেফতার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য শিবিরের স্মারকলিপি সুমেক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান শিবিরের নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার ২০২৫ সেশনের কমিটি গঠন অধ্যক্ষ আলী নূরের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন মধ্যনগরের বৌলাই নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বিশ্বম্ভরপুরে গ্রাম উন্নয়ন ‘খাস কমিটি’র দুর্নীতি, প্রতিবাদে মানববন্ধন তাহিরপুর সীমান্তে পৌনে ৭ লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ জগন্নাথপুর সাচায়ানী নন্দিরগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

ধর্মপাশায় আহত হওয়ার ১৪দিন পর বৃদ্ধের মৃত্যু

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫)সহ অন্তত ১০জন আহত হন।

গত ২৮অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে শরিশ্যাম গ্রামের সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১২টার দিকে মারা যান। তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের সামনেন সড়কে গত ২৮অক্টোবর বেলা ১২টার দিকে শরিশ্যাম গ্রামের সবুজ মিয়ার (৪৫) ছেলে মারুফ মিয়া(১০) একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ের নাতি সীতা বেগমের (৬) উপর বাইসাইকেল তুলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোহাম্মদ আলী শিশু মারুফকে গালমন্দ করেন। ঘটনাটি মারুফ মিয়া তার বাবা সবুজ মিয়াকে জানায়। ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে শরিশ্যাম গ্রামের সামনের সড়কে মোহাম্মদ আলীর সঙ্গে এ নিয়ে সবুজ মিয়ার কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনদের মধ্য্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে লাঠি, দা, ধারালো অস্ত্রের আঘাতে নারী পুরুষসহ দুই পক্ষের অন্তত ১০জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলীকে ওইদিন সন্ধ্যায় পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১০টার দিকে আহত ওই বৃদ্ধকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারিরীক অবস্থা আশঙ্কাজনক সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন রাত তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সোখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা বেজে ১০মিনিটের সময় তিনি মারা যান।

ধর্মপাশা থানার এসআই সনজিত কুমার রায় বলেন, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলীর ছোট ভাই আবদুল মজিদ (৫১) বাদী হয়ে সবুজ মিয়াসহ নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮থেকে ৯জনকে আসামি করে গত ২৯অক্টোবর থানায় একটি মামলা করেছেন। এজাহারভূক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে আমরা গ্রেফতার করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অন্যসব আসামিরা পলাতক রয়েছেন। গুরুতর আহত বৃদ্ধ মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২নভেম্বর সোমবার রাতে মারা গেছেন। লাশ এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধর্মপাশায় আহত হওয়ার ১৪দিন পর বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫)সহ অন্তত ১০জন আহত হন।

গত ২৮অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে শরিশ্যাম গ্রামের সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১২টার দিকে মারা যান। তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের সামনেন সড়কে গত ২৮অক্টোবর বেলা ১২টার দিকে শরিশ্যাম গ্রামের সবুজ মিয়ার (৪৫) ছেলে মারুফ মিয়া(১০) একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ের নাতি সীতা বেগমের (৬) উপর বাইসাইকেল তুলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোহাম্মদ আলী শিশু মারুফকে গালমন্দ করেন। ঘটনাটি মারুফ মিয়া তার বাবা সবুজ মিয়াকে জানায়। ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে শরিশ্যাম গ্রামের সামনের সড়কে মোহাম্মদ আলীর সঙ্গে এ নিয়ে সবুজ মিয়ার কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনদের মধ্য্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে লাঠি, দা, ধারালো অস্ত্রের আঘাতে নারী পুরুষসহ দুই পক্ষের অন্তত ১০জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলীকে ওইদিন সন্ধ্যায় পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১০টার দিকে আহত ওই বৃদ্ধকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারিরীক অবস্থা আশঙ্কাজনক সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন রাত তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সোখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা বেজে ১০মিনিটের সময় তিনি মারা যান।

ধর্মপাশা থানার এসআই সনজিত কুমার রায় বলেন, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলীর ছোট ভাই আবদুল মজিদ (৫১) বাদী হয়ে সবুজ মিয়াসহ নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮থেকে ৯জনকে আসামি করে গত ২৯অক্টোবর থানায় একটি মামলা করেছেন। এজাহারভূক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে আমরা গ্রেফতার করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অন্যসব আসামিরা পলাতক রয়েছেন। গুরুতর আহত বৃদ্ধ মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২নভেম্বর সোমবার রাতে মারা গেছেন। লাশ এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।