যক্ষা প্রতিরোধে সুনামগঞ্জে মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৬:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) সুনামগঞ্জ এর উদ্দ্যোগে যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১২) নভেম্বর বেলা ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অবসর প্রাপ্ত কর্মচারীদের নিয়ে যক্ষা সচেতনতা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যক্ষা নিরোধ কমিটি সুনামগঞ্জের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য এর সঞ্চালনায় এবং (নাটাব) সুনামগঞ্জের সভাপতি দজনী কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট কার্ডিয়াক স্পেশালিষ্ট ডা. অতনু ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. রাজেস সিং।
বক্তারা বলেন, যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই।
বর্তমানে বিভিন্ন উন্নত চিকিৎসা সেবা আবিষ্কারের ফলে যক্ষা ভীতি অনেকটা কমে আসছে। সামাজিক সচেতনতার মাধ্যমে সবাইকে সচেতন বোধ জাগ্রত করে যক্ষারোধ করতে হবে। জেলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যক্ষারোধ কল্পে বিভিন্ন উন্নতমানের সেবা দিয়ে যাচ্ছে। সামাজিক ভাবে এসব সেবার আওতায় আনতে হবে।