টাঙ্গুয়ার হাওড় লোকজ ও পূর্ণিমা উৎসবে পর্যটন সচিব
তাহিরপুরকে উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই-নাসরীন জাহান
																
								
							
                                - আপডেট সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
 - / 248
 
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র। উপজেলার সম্ভাবনার অনেক ক্ষেত্র রয়েছে। টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী লেক, শিমুল বাগানকে পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট সীমান্তবর্তী এলাকায় টাঙ্গুয়ার হাওর লোকজ ও পূর্ণিমা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ ১৫ (নভেম্বর) শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় ট্যুরিজম বোর্ড এর সিইও আবু তাহের মোঃ জাবেদ ও কামরুল ইসলাম ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম।
হাউজবোট ওনার্স এসোসিয়েশন অফ সুনামগঞ্জের উদ্যোগে ও ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত হাওর লোকজ ও পূর্ণিমা উৎসবে উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুরের বিভিন্ন রাস্তা ঘাটের বেহাল দশা তুলে ধরেন তার বক্তব্যে।
হাউজবোট ওনার্স এসোসিয়েশন অফ সুনামগঞ্জের উদ্যোগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মান ক্রেস্ট প্রদান করেন।
লোকজ ও পূর্ণিমা উৎসবে আধুনিক ও ফোক গান পরিবেশন করেন মাসুম এন্ড ফ্রেন্ডস, সর্বনাম, আনন্দ নগর ও স্থানীয় শিল্পীরা।
																			
										












