সংবাদ শিরোনাম ::   
                            
                            বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
																
								
							
                                
                              							  নিজস্ব প্রতিবেদক									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
 - / 224
 
সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম নতুন পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে অনিল সরকার৷ (৪৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় শনিবার (১৬) নভেম্বর রাত ১২.০০ ঘটিকায় পশ্চিম নতুন পাড়া গোবিন্দশ্রী খালের পাশে বিদ্যুৎস্পষ্ঠ অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে স্হানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায় অনিল সরকার (৪৪), পিতা-মৃত মৃত্যুঞ্জয় সরকার মাতা-মৃত বিরজা রানী সরকার সাং-পশ্চিম নতুনপাড়া, ০৫ নং ওয়ার্ড, সুনামগঞ্জ সদর থানাধীন দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন।
তিনি দিরাই উপজেলার রাফিনগর ইউনিয়নের সজন গ্রামের স্হায়ী বাসিন্দ। তিনি সুনামগঞ্জ শহরে সবজি বিক্রি করতেন বলে প্রতিবেশীরা জানায়।
																			
										















