জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০২:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী হিল সামাজিক সংগঠন। সংগঠনের সদস্য ও অন্যান্যদের অর্থায়নে শীতবস্ত্র কিনে স্থানীয় গরীব, অসহায়,ছিন্নমূল মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল ৪টায় জগন্নাথপুর উপজেলার পৌরসভার কেশবপুর এলাকায় ৫০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পপুলার ইলেকট্রনিক এর পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন বেলাল ও জুলফিকার আহমেদ মনি, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রফসর নিয়াজ উদ্দিন স্যার, এন টিভি ইউরোপ প্রতিনিধি আব্দুল হাই, এচাড়া আরো উপস্তিত ছিলেন, সাংবাদিক হুমায়ুন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, এবং হিল সামাজিক সংগঠনের অন্যান্য সদস্যগণ।
বক্তব্যরা বলেন দীর্ঘ ১১ বছর ধরে হিল সামাজিক সংগঠন সামাজিক কাজ করে আসছে।
এই সংগঠনকে আতিকভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেন