সুনামগঞ্জ ০৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসন
সৈয়দ তালহা আলমকে জমিয়তের প্রার্থী ঘোষণা

- আপডেট সময় : ০২:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২নভেম্বর) বিকালে শান্তিগঞ্জ বাজার চত্ত্বরে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের উদ্যোগে গণসংবর্ধনা ও কাউন্সিল সমাবেশের আয়োজন করা হয়।
এতে উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা হোসাইন আহমদ ধরমপুরীর সভাপতিত্বে সদস্য সচিব এম. আবদুল হাফিজ, শহীদুর রহমান ও সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন প্রচার সম্পাদক কেন্দ্রীয় জমিয়ত প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ ৩ আসনের স্বম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।
তিনি তাঁর বক্তব্যে বলেন শান্তিগঞ্জের পূর্বে যারা সংসদ সদস্য ছিলেন দেওয়ান শামসুল আবেদন জাতীয় নেতা সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তারা ছিলেন জন প্রিয় ব্যক্তিত্ব, তাদের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এ আসন জমিয়তের আসন, এখানে শায়খে আব্দুল হক গাজীনগরী, শায়খে কাতিয়া মাওলানা আমিন উদ্দিন হুযুর (রঃ) এর মত আল্লাহর ওলী গণ জমিয়তের নেতৃত্ব দিয়েছেন। আমরা তাদের আদর্শকে লালন করে এই সুনামগঞ্জ ৩ আসনে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়ত সিনিয়র সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী
মাওলানা শায়খ আব্দুশ শহীদ জামলাবাদী সভাপতি জেলা জমিয়ত, জনাব দেওয়ান শামসুল আবেদীন সাবেক এমপি সুনামগঞ্জ ৩।
বিশেষ অতিথি :মাওঃ রশীদ বিন ওয়াক্কাস যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় জমিয়ত, মাওলানা জাকির হোসাইন খান সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় জমিয়ত, হাফিজ রশীদ আহমদ সহকারী মহাসচিব কেন্দ্রীয় জমিয়ত, মাওলানা মাহমুদুল হাসান জিহাদি সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় জমিয়ত।
আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল গফফার সহ সভাপতি জেলা জমিয়ত,মাওলানা উজায়েরুল হক মমনু আহবায়ক জগন্নাথপুর উপজেলা জমিয়ত, মাওলানা আব্দুল্লাহ আলমগীর সাধারণ সম্পাদক জামালগঞ্জ উপজেলা জমিয়ত, হাফিজ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক সদর উপজেলা জমিয়ত, মাওলানা খলিলুর রহমান,মাওলানা ওয়ালী উল্লাহ ওলী আহ্বায়ক জগন্নাথপুর পৌর জমিয়ত, মাওলানা কবির আহমদ, মাওলানা এরশাদ খান আল হাবিব সদস্য সচিব জগন্নাথপুর উপজেলা জমিয়ত, মাওলানা শাহীনূর রহমান শাহীন যুব বিষয়ক সম্পাদক জেলা জমিয়ত, মাওলানা সালিক আহমদ সদস্য সচিব জেলা যুব জমিয়ত,মুহাম্মদ সুহাইল আহমদ আহবায়ক জেলা ছাত্র জমিয়ত, আহমেদ মারজান সদস্য সচিব জেলা ছাত্র জমিয়ত, যুবনেতা মাওলানা ওয়েস আহমদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আফাজ উদ্দিন সহ প্রমুখ।