জামালগঞ্জের কুস্তিদল: ২৮ নভেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে টুর্ণামেন্ট

- আপডেট সময় : ০২:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
জামালগঞ্জ উপজেলার কুস্তি খেলার দলসমূহঃ
সাচনাবাজার ইউনিয়নঃ
১।রাধানগর(উক্ত গ্রামের টিম,এ বছর কুস্তি খেলে নাই)
২।শুকদেবপুর-রাঙ্গামাটি ও ব্রাম্মনগাঁও।
৩।রামনগর,শরীফপুর ও হরিপুর।
৪।সুজাতপুর
৫।রুপাবালী
৬।নুরপুর ও জামলাবাজ।
৭।ফাজিলপুর।
৮।দুর্লভপুর।
৯।ফতেপুর,মফিজনগর ও পলক।
১০।শেরমস্তপুর,ফলকপুর, কান্দাগাঁও, নজাতপুর ও কুকড়াপশী।
জামালগঞ্জ সদর ইউনিয়নঃ
১।নয়াহালট ও দক্ষিণ কামলাবাজ।
২।তেলিয়া ও শাহপুর
ভীমখালী ইউনিয়নঃ
১। মাহমুদপুর চারগ্রাম
২।ফেকুল মাহমুদপুর-চান্দেরনগর ও তেরানগর।
৩।বড় ঘাগটিয়া,ছোট ঘাগটিয়া ও শ্রীপুর।
৪।চাঁন্দবাড়ী ও মৌলিনগর।
৫।জাল্লাবাজ।
৬।নোয়াগাঁও,বাহাদুর পুর।
৭।বিছনা পঞ্চগ্রাম।
৮।কামলাবাজ ও হাসনাবাজ।
৯/ কলকতখাঁ।
যদি জামালগঞ্জ উপজেলার কোন টিম আমার লেখাতে বাদ পড়ে থাকে,প্লীজ আমাকে কমেন্টে জানাবেন,আমি সাথে সাথেই এড করে নেবো।
#কুস্তি #সুনামগঞ্জ।
বিঃদ্রঃ আসছে আগামী ২৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও ভাটি বাংলা কুস্তি টিম এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে জেলা স্টেডিয়ামে আন্তঃ উপজেলা কুস্তি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তাই উপরোল্লেখিত জামালগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের প্রতিটি কুস্তি টিম থেকে যাচাই বাছাই করে জামালগঞ্জ উপজেলার কুস্তি টিম গঠন করে, আন্তঃ উপজেলা কুস্তি টুর্নামেন্টে অংশ গ্রহণ করা হবে।