সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে মহিলা নিহত, আহত-৪

- আপডেট সময় : ১১:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার নীলপুর বাজার সংলগ্ন রাবার বাড়ীর সামনের সড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষেএক মহিলা নিহত এবং চার জন আহত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মহিলা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহার’র স্ত্রী রাজিয়া বেগম (৫০) ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজি চালকসহ চারজন আহত হয়।
আহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার তেরোহাল গ্রামের কাশেম আলীর মেয়ে আলিমা (১২), তাকলিমা (৩০), মৃত আব্দুল হান্নানের মেয়ে সালেহা (৫৫), নজরুল ইসলামের মেয়ে ফরিদা বেগম (৩৫)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।