তাহিরপুরে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
তাহিরপুরে ১ম স্ত্রী আহত মাছুমা আক্তারের পারিবারিক আদালতে মামলা করায় এবং দ্বিতীয় বিয়ের সম্মতি না দেয়ায় স্বামী জিয়াউর রহমানের ভাড়াটিয়া লোক দিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং অবিলম্বে অপরাধিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজাই গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আবুবকর সিদ্দিক, মোফাজ্জল হোসেন, নুরুল ইসলাম, আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, হযরত আলী, সুরুজ মিয়া, নাজিম উদ্দিন, আব্দুল কাদির, রমজান আলী, এরশাদ মিয়া, আবুল কাশেম, শেফালী বেগম, শাহানা বেগম, আমেনা বেগম, ফরিদা বেগম, আয়েশা বেগম, ইমিনা বেগম, আছমা বেগম, আরপিনা আক্তার, খাদিজা বেগম, আহত মাছুমা আক্তার, পিতা ও সাবেক ইউপি সদস্য মাইজ উদ্দিন, ভাই সাইফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত অনুমান ২টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে মাছুমা আক্তারের পিত্রালয়ে তার উপর হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে মাছুমা আক্তার ও পিতা মাইজ উদ্দিন (৭০) গুরুতর আহত হন। ঘটনার সময় তাদের চিৎকারে স্থানীয়রা দৌঁড়ে এসে আহতদের উদ্ধার করে রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাছুমা। অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন তাহিরপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন।