ধর্মপাশা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

- আপডেট সময় : ১২:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য ধর্মপাশা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনকে সফল করার লক্ষে সোমবার (২৫নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এই সভার আয়োজন করে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান এতে সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমতের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম বিএইচসি, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন মন্টু, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর তালুকদার প্রমুখ।