সংবাদ শিরোনাম ::
ছাতকে আওয়ামী লীগ নেতা আবু বকর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
ছাতকে আওয়ামীলীগ নেতা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ( ২৭ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
আবু বক্কর সিদ্দিক দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় ছাতক উপজেলা পরিষদের ইউএনও মহোদয়ের তত্ত্বাবধানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।