সংবাদ শিরোনাম ::
তাহিরপুর সীমান্তে ১৪ লক্ষ টাকার চিনি জব্দ

তাহিরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
তাহিরপুর সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।
বুধবার (২৭ নভেম্বর ) সকালে ভারতীয় এসব মালামাল আটক করে বিজিবি।
বিজিবর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় বিওপির একটি টহলদল যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনি এবং ৫৭৫ কেজি ভারতীয় আনার জব্দ করে। যার বাজার মূল্য চৌদ্দ লাখ একত্রিশ হাজার টাকা।
সুনামগঞ্জ- ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত আমার সুনামগঞ্জ কে করে বলেন, আটককৃত ভারতীয় চোরাই মালামাল শুল্ক স্টেশনে জমা দেবার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।