বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে জগন্নাথপুর সরকারি কলেজে স্মরণ সভা

- আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / 147
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ নিয়াজ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ আব্দুর রউফ, সমাজবিজ্ঞানের প্রভাষক অশেষ কান্তি দে, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র তুহিনুর রহমান।
আলোচনার পূর্বে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সভা শেষে আহতের সুস্থতা কামনা করে শহীদদের আত্মার শান্তিকামনা করে মোনাজাত পরিচালনা করেন- কেশবপুর বাজার জামে মসজিদের সহকারি ইমাম মাওলানা আবদুস সালাম।
উপস্থিত ছিলেন- কলেজের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য, ফজলুল কাদের চৌধুরী, মোঃ আব্দুল কাহার, মোঃ মশিউর রহমান, নিশি কান্ত দাস, আব্দুল বাতেন ও কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।