কুরবান নগর ইউনিয়নের বিএনপির মতবিনিময় সভা

- আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ নভেম্বর ) শুক্রবার রাত সাড়ে ৭ ঘটিকায় ১ নং ওয়ার্ডের বদিপুর পুরাতন পাড়া পয়েন্টে অনুষ্ঠিত সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন হিমেল আহমদ।
সাবেক মেম্বার তুরাব উল্লাহ সভাপতিত্বে ও শাহিনুর রহমান শাহিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার আবিদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল গণী, কুরবান নগর ইউনিয়ন বিএনপি নেতা ইছাক আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা, আহবাব মিয়া, যুবদল নেতা আলকাছ মিয়া, বদিপুর নতুন পাড়া মসজিদের মোতাওয়াল্লী জফর আলী, জেলা যুবদল নেতা নাইওর মিয়া, সাবেক মেম্বার হাছন আলী।
প্রধান অতিথি তারর বক্তব্যে বলেন, দেশ এখনো পুরোপুরি স্বাধীন না। ষড়যন্ত্র চলছে এখনো দেশকে নিয়ে, সবাই সতর্ক থাকবেন। যেকোন বিপদে বিএনপিকে ডাকবেন আমরা আপনার পাশে থাকব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা নবীন দলের সভাপতি শাহিনুর রহমান শাহিন।