সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

- আপডেট সময় : ১২:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর ) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সমন্বয়ে এ মতবিনিময় সভা হয়।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, দারুল উলুম মদনীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছির, খেলাফত মসলিসের মাওলানা আজিজুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক আহমেদ বখত, সাবেক ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা দীপক ঘোষ, লতিফুর রহমান রাজু, হিমাদ্রী শেখর ভদ্র, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, ডি আইও ১ আজিজুর রহমান প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলার ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর জায়গা। ভবিষ্যতে ও যেন তা বজায় থাকে। তৃতীয় পক্ষের কোন মহলের উস্কানি তে যেন অপ্রীতিকর কোন ঘটনার জন্ম না হয় সেদিকে সবাই খেয়াল রাখার জন্য সবাই সতর্ক থাকার ও অনুরোধ করেন।