সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় নিহত প্রশিক্ষণার্থী শিক্ষক রাজিব চৌধুরীর নামে সুনামগঞ্জ পিটিআই হোস্টেল নামকরণ

এস.এম.এ ফয়সল
- আপডেট সময় : ১১:১৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
- সুনামগঞ্জ পিটিআই এর বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী জনাব রাজিব চৌধুরী ৮ নভেম্বর ২০২৪ এ রাস্তা পার হতে গিয়ে পিটিআই এর সামনে রোড এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। তার এই স্মৃতিকে চিরকাল স্মরণ রাখতে প্রশিক্ষণার্থীবৃন্দ পিটিআই এর পুরুষ হোস্টেলটিকে তার নামে নামকরণ করতে সুপারিনটেডেন্ট বরাবর আবেদন করেন।
সুপারিনটেনডেন্ট জনাব দীপংকর মোহান্ত স্যারের সহযোগিতায় আজ সকাল ৮:৩০ মিনিটে সুযোগ্য জেলা প্রশাসক জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেল উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন রাজিব চৌধুরীর পিতা জনাব অমলেন্দু চৌধুরী, খালা জনাব রিনা রানী তালুকদার সহকারী সুপারিনটেনডেন্ট জনাব চন্দন কুমার বনিক, ইন্সট্রাক্টর জনাব সজীব কুমার তালুকদার, জনাব হারুন রশীদ, জনাব ইজ্জত আলী, বিশ্বজিৎ দাস, শাহ বেলাল আহমেদ ও অন্যান্য প্রশিক্ষণার্থীবৃন্দ।