পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / 171
সোস্যাল মিডিয়াতে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলার প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে তাওহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন, মাওলানা ইয়াহিয়া আহমদ, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা শরীফ আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনোদ্দোজা ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র কুরআন অবমাননাকারী আকাশ দাসের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।
ভারতীয় সকল আগ্রাসন মোকাবেলায় সবাইকে সোচ্চার হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।