মধ্যনগর থানা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার মধ্যনগরে থানা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় সম্প্রীতি সভার আয়োজন করা হয়। চলমান বর্তমান সময়ে সাম্প্রদায়িক উসকানিমূলক বিভিন্ন প্রচার প্রচারণায় মধ্যনগর উপজেলায় যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে আলোচনা করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সার্কেল এস পি আবুল বরকত আহমেদ, মধ্যনগর থানার ওসি সজিব রহমান সহ হিন্দু, মুসলিম ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মধ্যনগর বাজার জামে মসজিদের ইমাম আবুল হাসান আকঞ্জী,থানা মসজিদের ইমাম সাইফুল ইসলাম, কামাউড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, মধ্যনগর উপজেলা পূজা উজ্জাপন কমিটির সভাপতি দেবল কিনর তালুকদার,চামরদানী ইউনিয়নের সাবেক মেম্বার জীবন কৃষ্ণ তালুকদার, শৈলেন সরকার। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বি এন পি র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাশার,যুবদল নেতা এম শহীদ, ছাত্রদল নেতা আরিফ। মানবাধিকার কর্মী আসরাফ উদ্দিন হিল্লোল সহ বৈষম্য বিরোধী আন্দোলনের অভি আহমেদ, রাব্বি হোসেন, নাসিম,মুকিত প্রমুখ। আলোচনায় সামাজিক সম্প্রীতির জন্য সকল ধর্মের ও সকল সামাজিক সংঘটনের মাধ্যমে সম্প্রতির ঐক্য থেকে কোনো ধরনের অপ্রীতিকর বিশৃঙ্খলা না ঘটে সে জন্য সকলের সচেতন থাকতে হবে।