সংবাদ শিরোনাম ::
আজ ৭ ডিসেম্বর ধর্মপাশা মুক্ত দিবস

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
আজ ৭ ডিসেম্বর, গৌরবোজ্জ্বল ধর্মপাশা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল ধর্মপাশা উপজেলা। এ দিনটির কথা মুক্তিকামী ধর্মপাশাবাসীর স্মৃতিতে আজও অম্লান।
ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলী জানান, দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ধর্মপাশা উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। এর আগের দিবাগত রাতে পাকহানাদার বাহিনীর সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার জোয়াল ভাঙা গ্রাম দিয়ে মোহনগঞ্জ উপজেলার দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে আব্দুল হাই ও মোফজ্জল হোসেন নামের দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন।