উস্কানিমূলক পোস্ট করায় তাহিরপুরে শিক্ষককে শোকজ

- আপডেট সময় : ০৪:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / 364
সুনামগঞ্জের তাহিরপুরে ফেইসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করায় এক শিক্ষককে শোকজ করেছে উর্ধতন কতৃপক্ষ। ওই শিক্ষকের নাম পল্টু রায়। তিনি তাহিরপুর উপজেলার দুধেরআউটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার গড়কাটি গ্রামের পবিত্র রায়ের পুত্র।
বিগত ৩ ডিসেম্বর তার ফেইসবুক আইডি থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি পোস্ট করেন তিনি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখা দেয়। এই বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। সুনামগঞ্জ জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে ৪ ডিসেম্বর কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশে ৩ কার্য দিবসের মধ্যে ব্যাখ্যাসহকারে সন্তোষজনক জবাব দেয়ার নির্দেশ দেয়া হলেও এ বিষয়ে কোন উত্তর দেননি ওই শিক্ষক।
প্রসংগত ৩ ডিসেম্বর দোয়ারাবাজারে এক হিন্দু যুবক পবিত্র কোরাআন শরীফে পা রেখে ফেইসবুকে স্ট্যাটাস দেয়। এতে এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়ে। এবিষয়ে স্থানীয় ইমাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ উত্তেজনা প্রশমিত করেন। প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।