মধ্যনগরে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল ১১ ঘটিকায় মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উজ্জাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভার আলোচনা শুরু হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, সমাজ সেবা কর্মকর্তা মো: তৌহিদ মিয়া, সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম, খাদ নিয়ন্ত্রক কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, মধ্যনগর থানার উপ পরিদর্শক মো: আসাদুল ইসলাম, মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার, মধ্যনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম। রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বি এন পি র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবদলের আহবায়ক গোলাম সাইফুল,ছাত্রদলের নেতা বাপ্পি হাসান। মধ্যনগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আবু তাহের, হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি আব্দুস সালাম, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ফজলে রাব্বি, আপি আহমেদ সহ প্রমুখ।