জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

- আপডেট সময় : ০৮:৩৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা হক কলি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহিবুর রহমান, উপজেলা জমিয়তের সহ সভাপতি হাসমত উল্লাহ খান, সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী প্রিয়া দাস।
সভা শেষে ৩ টি ক্যাটাগরিতে ৩ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী লাভলী রানী দাশ (কামারখাই), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উঠে দাঁড়ানো রোজিনা বেগম (ঘোষগাঁও) ও সমাজ উন্নয়নে অসামান্য অবদাননে ইয়ারুন নেছা (রানীগঞ্জ ইসলামপুর)।