শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে গণশুনানি অনুষ্টিত

- আপডেট সময় : ০১:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / 151
শান্তিগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পূর্ব বীরগাঁও ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) সকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি সুকান্ত সাহা।
শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মমিন মিয়ার পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমির ও পাউবো কমিটির সদস্য হাফেজ আবু খালেদ, সাবেক চেয়ারম্যান নুর কালাম, ইউনিয়ন জামায়াতের আমির মাসুম মিয়া, ইউপি সদস্য জুবায়েল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পাউবো কমিটির সদস্য মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব প্রমুখ৷