সুনামগঞ্জের সরকারি কলেজ শিবিরের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

- আপডেট সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়।
আজ ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সুনামগঞ্জ সরকারি কলেজের মাঠে সকাল ৮ টা থেকে টুর্নামেন্ট শুরু হয়।
কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ নূর-নবির সঞ্চালনায় এবং কলেজ ছাত্রশিবিরের সভাপতি সুমেল আহমদের সভাপতিত্বে টুর্নামেন্ট সম্পন্ন হয়।
টুর্নামেন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ-সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, পৌর ছাত্রশিবিরের সভাপতি ইয়াকুব আলী।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকবে। এতে মন খারাপ করার কিছু নেই। খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর শারীরিক ভাবে সুস্থ থাকে, সবাই কে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে।
সমাপনী বক্তব্য রাখেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি সুমেল আহমদ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট, ম্যান অব দ্যা ফাইনাল দের নাম ঘোষণা করেন।
এসময় ছাত্রশিবিরের আরও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।