টংগী ইজতেমা মাঠে ৫ মুসল্লি হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ১১:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
১৮ ডিসেম্বর টংগী ইজতেমা মাঠে ভোর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা করে ৫ মুসল্লি হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বাদজুমা শহরের প্রত্যেক মসজিদ থেকে মুসল্লিগন প্লেকার্ড ব্যানার ফেস্টুন হাতে মিছিল সহকারে সমাবেশে এসে মিলিত হন। মিছিল থেকে হত্যাকাণ্ডের সহিত জড়িতদের ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের দালাল ও ভারতপন্থী ‘র’ এর এজেন্ট বলে অভিহিত করা হয়। তাছাড়াও সমাবেশে বক্তারা হত্যাকারীদের ভারতের মাওলানা সাদ পন্থী উল্লেখ করে বলেন তারা তাবলীগ জামায়াতের কেউ নয়। সাদপন্থীরা ফেতনাবাজ তারা ভারত ও ইজরাইল রাষ্ট্রের দুসর হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। সমাবেশে বক্তারা অবিলম্বে সাদ পন্থীদের এদেশে নিষিদ্ধসহ খুনিদের দৃষ্টিন্তমুলক শাস্তির দাবী জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম খান ওলীপুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাবলীগ জামায়াত সুনামগঞ্জের জিম্মাদার মাওলানা আব্দুল বছির, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সাইফুজ্জামান আল হায়দার, মাওলানা আবুল ফজল, শহরের কাজির পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস আহমেদ গুলেনুর, মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা আতিক বকতী, মুফতি আজিজুল হক, শান্তিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন, তেঘরিয়া জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আনোয়ার আল হাবিব প্রমুখ।
বক্তারা আরও বলেন পরাজিত আওয়ামী লীগ এখন তাবলীগ লীগ হয়ে হামলা করছে। দিল্লিতে বসে শেখ হাসিনা এসব করাচ্ছে। কিন্তু হাজার বছরের ইতিহাসে আমরা দিল্লির কাছে মাথানত করি নাই। তারা যতই ষড়যন্ত্র করবে বাংলাদেশের তৌহিদি জনতা আরো বেশি ঐক্যবদ্ধ হবে।