সুনামগঞ্জ ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুমেক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান শিবিরের নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার ২০২৫ সেশনের কমিটি গঠন অধ্যক্ষ আলী নূরের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন মধ্যনগরের বৌলাই নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বিশ্বম্ভরপুরে গ্রাম উন্নয়ন ‘খাস কমিটি’র দুর্নীতি, প্রতিবাদে মানববন্ধন তাহিরপুর সীমান্তে পৌনে ৭ লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ জগন্নাথপুর সাচায়ানী নন্দিরগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিল সেনাবাহিনী প্রথম বঙ্গবন্ধু মুন্সী মেহেরুল্লাহ

বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক পদে ২৫ ও যুগ্ম আহ্বায়ক পদে ১২৫ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের ৪টি উপজেলার (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ) আহ্বায়ক পদ পেতে বিএনপি’র ২৫ এবং যুগ্ম আহ্বায়ক পদে ১২৫ নেতা দলীয় ফরম সংগ্রহ করেছেন। সে অনুযায়ী দলীয় ফোরামে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

জেলার ১২ উপজেলায় বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ২৫শে নভেম্বর থেকে শুরু হয় ফরম বিতরণ ও জমা দেয়ার কাজ। জেলার পাঁচটি নির্বাচনী এলাকার মধ্যে সুনামগঞ্জ ১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর) আসনের ফরম বিতরণের কাজ শেষ হয়েছে।

উৎসবমুখর পরিবেশে জেলা শহরের পুরাতন বাসস্টেশনের বিএনপি’র দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন চার উপজেলা ইউনিটে নেতৃত্ব পেতে আগ্রহী বিএনপি নেতারা। ফরম সংগ্রহের পর থেকেই আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক কমিটির পদ পেতে দৌড়ঝাঁপ ও লবিংও শুরু করে দিয়েছেন তারা।

জানা যায়, সুনামগঞ্জ-১ আসনের ৪ উপজেলায় আহ্বায়ক পদে ২৫ নেতা ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল, ফেরদৌস আলম, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ ও গোলেনূর আলী।

জামালগঞ্জ উপজেলা থেকে যারা ফরম সংগ্রহ করেছেন তারা হলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আজাদ হোসেন বাবলু, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বিন বারী, আবুল খায়ের, আব্দুল খালিক ও মদরিছ আলী।

মধ্যনগর উপজেলা থেকে বিএনপি নেতা আব্দুল হামিদ, ফজলুল হক, আব্দুল জলিল ও আবুল হায়াৎ ফরম সংগ্রহ করেছেন।

ধর্মপাশা থেকে ফরম সংগ্রহ করেছেন কাজী মাজহারুল হক, আখতারুল আলম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইকবাল হোসেন মন্টু ও নুরুল ইসলাম বিএসসি।

বিগত সময়ে মামলা ও কারা নির্যাতিত নেতাদের কমিটিতে অগ্রাধিকার দেয়ার দাবি তৃণমূলের কর্মীদের। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাতে একাত্মতাও পোষণ করেছেন। দেখার বিষয় আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে তা প্রতিপালন হয় কিনা।

জেলা বিএনপি’র বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ বলেন, বিতরণ করা ফরমে নাম, ঠিকানা, ভোটার আইডি নম্বরের পাশাপাশি গত ১৫ বছরের মামলা হামলার তথ্যও চাওয়া হয়েছে। সকল উপজেলায় বর্ধিত কর্মিসভা শেষে আগ্রহীদের সাক্ষাৎকার নেয়া হবে। পরে একজনকে আহ্বায়ক এবং অন্য দু’জনকে যুগ্ম আহ্বায়ক করা হবে। যারা এ কমিটিতে আহ্বায়ক হবেন, তারা পরবর্তীকালে ওই ইউনিটের সভাপতি পদে প্রার্থী হতে পারবেন না। আহ্বায়ক পদে যারা মনোনয়ন কিনেছেন, তারা যুগ্ম আহ্বায়ক হওয়ার কোনো সুযোগ নাই। তারা দায়িত্বশীলদের বিবেচনায় বা সম্মতিতে কার্যকরী কমিটিতে কেবল সদস্য হিসেবে থাকতে পারেন।

জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এড. নুরুল ইসলাম নুরুল জানান, প্রত্যেক উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত কর্মিসভা হচ্ছে। এসব সভায় আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিফতাহ; সিদ্দিকী ও কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন জানিয়ে দিয়েছেন, ত্যাগীরাই কমিটিতে স্থান পাবেন। বিগত সময়ে যারা নির্যাতনের শিকার হয়েছে, ত্যাগ করেছে, তারাই নেতৃত্ব দেবে।

জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সকল উপজেলায় বর্ধিত সভা শেষে একসঙ্গে ১২ উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

আহ্বায়ক পদ পেতে যারা ফরম কিনেছেন, তারা যুগ্ম আহ্বায়ক হতে পারবেন না, এ রকম কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, জেলা কমিটি বসে এ বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি জানান, উপজেলা আহ্বায়ক কমিটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করবে। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠন করবেন। পরে ইউনিয়ন কমিটির ভোটে উপজেলা কমিটি এবং উপজেলা কমিটির ভোটে জেলা কমিটি গঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক পদে ২৫ ও যুগ্ম আহ্বায়ক পদে ১২৫ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট সময় : ০১:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জের ৪টি উপজেলার (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ) আহ্বায়ক পদ পেতে বিএনপি’র ২৫ এবং যুগ্ম আহ্বায়ক পদে ১২৫ নেতা দলীয় ফরম সংগ্রহ করেছেন। সে অনুযায়ী দলীয় ফোরামে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

জেলার ১২ উপজেলায় বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ২৫শে নভেম্বর থেকে শুরু হয় ফরম বিতরণ ও জমা দেয়ার কাজ। জেলার পাঁচটি নির্বাচনী এলাকার মধ্যে সুনামগঞ্জ ১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর) আসনের ফরম বিতরণের কাজ শেষ হয়েছে।

উৎসবমুখর পরিবেশে জেলা শহরের পুরাতন বাসস্টেশনের বিএনপি’র দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন চার উপজেলা ইউনিটে নেতৃত্ব পেতে আগ্রহী বিএনপি নেতারা। ফরম সংগ্রহের পর থেকেই আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক কমিটির পদ পেতে দৌড়ঝাঁপ ও লবিংও শুরু করে দিয়েছেন তারা।

জানা যায়, সুনামগঞ্জ-১ আসনের ৪ উপজেলায় আহ্বায়ক পদে ২৫ নেতা ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল, ফেরদৌস আলম, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ ও গোলেনূর আলী।

জামালগঞ্জ উপজেলা থেকে যারা ফরম সংগ্রহ করেছেন তারা হলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আজাদ হোসেন বাবলু, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বিন বারী, আবুল খায়ের, আব্দুল খালিক ও মদরিছ আলী।

মধ্যনগর উপজেলা থেকে বিএনপি নেতা আব্দুল হামিদ, ফজলুল হক, আব্দুল জলিল ও আবুল হায়াৎ ফরম সংগ্রহ করেছেন।

ধর্মপাশা থেকে ফরম সংগ্রহ করেছেন কাজী মাজহারুল হক, আখতারুল আলম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইকবাল হোসেন মন্টু ও নুরুল ইসলাম বিএসসি।

বিগত সময়ে মামলা ও কারা নির্যাতিত নেতাদের কমিটিতে অগ্রাধিকার দেয়ার দাবি তৃণমূলের কর্মীদের। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাতে একাত্মতাও পোষণ করেছেন। দেখার বিষয় আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে তা প্রতিপালন হয় কিনা।

জেলা বিএনপি’র বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদ বলেন, বিতরণ করা ফরমে নাম, ঠিকানা, ভোটার আইডি নম্বরের পাশাপাশি গত ১৫ বছরের মামলা হামলার তথ্যও চাওয়া হয়েছে। সকল উপজেলায় বর্ধিত কর্মিসভা শেষে আগ্রহীদের সাক্ষাৎকার নেয়া হবে। পরে একজনকে আহ্বায়ক এবং অন্য দু’জনকে যুগ্ম আহ্বায়ক করা হবে। যারা এ কমিটিতে আহ্বায়ক হবেন, তারা পরবর্তীকালে ওই ইউনিটের সভাপতি পদে প্রার্থী হতে পারবেন না। আহ্বায়ক পদে যারা মনোনয়ন কিনেছেন, তারা যুগ্ম আহ্বায়ক হওয়ার কোনো সুযোগ নাই। তারা দায়িত্বশীলদের বিবেচনায় বা সম্মতিতে কার্যকরী কমিটিতে কেবল সদস্য হিসেবে থাকতে পারেন।

জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এড. নুরুল ইসলাম নুরুল জানান, প্রত্যেক উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত কর্মিসভা হচ্ছে। এসব সভায় আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিফতাহ; সিদ্দিকী ও কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন জানিয়ে দিয়েছেন, ত্যাগীরাই কমিটিতে স্থান পাবেন। বিগত সময়ে যারা নির্যাতনের শিকার হয়েছে, ত্যাগ করেছে, তারাই নেতৃত্ব দেবে।

জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সকল উপজেলায় বর্ধিত সভা শেষে একসঙ্গে ১২ উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

আহ্বায়ক পদ পেতে যারা ফরম কিনেছেন, তারা যুগ্ম আহ্বায়ক হতে পারবেন না, এ রকম কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, জেলা কমিটি বসে এ বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি জানান, উপজেলা আহ্বায়ক কমিটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করবে। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠন করবেন। পরে ইউনিয়ন কমিটির ভোটে উপজেলা কমিটি এবং উপজেলা কমিটির ভোটে জেলা কমিটি গঠিত হবে।