জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

- আপডেট সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইলকে (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উত্তর দাওরাই গ্রামের মৃত হাজী আব্দুল হান্নান মিয়ার পুত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।