খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে সুনামগঞ্জ জেলা আইনজীবীদের মানববন্ধন।

- আপডেট সময় : ০৬:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
ষোলঘর স্টেডিয়ামে বানিজ্য মেলা বন্ধের দাবিতে সুনামগঞ্জ জেলা আইনজীবীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে এ্যাড. জিয়াউর রহমান পীর’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নজরুল ইসলাম সেফু,এ্যাড. মতিয়া বেগম,এ্যাড. আবুল মজাদ চৌধুরী, এ্যাড. মাসুদুল হক সুমেল প্রমুখ।
বক্তারা বলেন, ষোলঘর এলাকা হচ্ছে একটি আবাসিক এলাকা।
এই এলাকায় খেলার মাঠের চারপাশে মসজিদ, মাদ্রাসা রয়েছে। আবাসিক বাসা- বাড়ি আছে।
এই মাঠে মেলা হলে বিভিন্ন গান-বাজনা হয়,উচ্চ শব্দের কারণে, বৃদ্ধ মানুষের কষ্ট হয়,রোগীদের সমস্যা হয়। ছেলে-মেয়েদের পড়াশুনায় অসুবিধা হয়। ছেলে-মেয়েদের খেলাধূলা বন্ধ হয়ে যায়।যেকোনো সময় তারা বাজে কাজে জড়িয়ে যায়। মেলার কারণে ষোলঘর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে আমাদের অফিস- আদালতে যথাসময়ে যেতে সমস্যা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো পৌঁছতে পারেনা।
মেলার নামে সেখানে অশ্লিল নৃত্য সহ গান পরিবেশন করা হয়। এতে করে ছাত্র-ছাত্রীদের খুবই সমস্যা হয়।এলাকার পরিবেশ নষ্ট হয়।
আমরা চাই মেলা হোক,তবে ষোলঘর স্টেডিয়ামে নয়,শহর থেকে দূরে কোথাও মেলা হোক।
এই মেলা বন্ধ করতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছি। আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। তিনি বলেছেন, বিষয়টি দেখবেন।কিন্তু, এখন দেখলাম গতকাল মেলা উদ্বোধন করা হয়েছে। আমাদের সাথে ঠাট্টা করা হচ্ছে। আমরা মানববন্ধন থেকে বলতে চাই, এই মেলা বন্ধ করতে হবে। না হয় আমরা আগামীকাল শুক্রবার মসজিদে মসজিদে ইমাম- মুয়াজ্জিনদের মাধ্যমে জানিয়ে দেব।যদি মেলা বন্ধ না হয়, তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধন কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন
সিনিয়র এ্যাড. রফিকুল আলম,এ্যাড আব্দুল হামিদ,এ্যাড. আব্দুল হক, এ্যাড. নাজমুল হুদা হিমেল, এ্যাড. সাদিকুর রহমান স্বপন, এ্যাড. আব্দুল মজিদ জুয়েল, এ্যাড. আইন
উদ্দিন, এ্যাড. ফয়সল আহমেদ, এ্যাড. মেহরাজ উদ্দিন উৎপল, এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. শফিকুল ইসলাম, সিনি: এ্যাড. ফজর আলী, এ্যাড.নাছিরুল হক আফিন্দী,
এ্যাড. বিদ্যুৎ চক্রবর্তী, এ্যাড. শফিউল্লাহ, এ্যাড. জাবেদ নুরে আলম,এ্যাড. জানাতুল ফেরদোস, এ্যাড. ড. খাইরুল কবীর রুমেন, এ্যাড. মহিউদ্দিন,এ্যাড. তনয় চক্রবর্তী, এ্যাড. ইশতিয়াক আলম পিয়াল,এ্যাড. শফিউল আলম সহ অনেকেই।