জামালগঞ্জে এটর্নি জেনারেলের সংবর্ধনা

- আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের কৃতি সন্তান, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মো: সিদ্দিক আলী বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বন্ধু মহল আয়োজনে। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে: লুৎফুর রহমান। সহকারী শিক্ষক এবিএম মাসুম তালুকদার এর সঞ্চালনায়। প্রধান অতিথি বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল মো: সিদ্দিক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাহান, াংলাদেশজামায়াতে ইসলামী নায়বে আমীর ফখরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির নেতা আজিজুর রহমান আজিজ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির নেতা আলী আক্কাস মুরাদ, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, আলাউদ্দিন মেমুরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম, বক্তারা বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল মো: সিদ্দিক আলী দেশের শান্তি শৃংখলার সার্থে কাজ করতে পারে সেই জন্য সবার নিকট দোয়া কামনা করেন ।