স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও কোটা বাতিলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

- আপডেট সময় : ০১:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
সংস্কারের নামে অপসংস্কার, মানিনা, মানবনা -এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা এবং সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরীফী, সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মাহমুদুর রহমান রকি, আরএস (গাইনী) ডা. লোনা রানী দত্ত, এমও ডা. নিলুফা ইয়াসমিন, ডা. আব্দুল মান্নান, ডা. অসিত রায়, কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, ডা. সাইফুল ইসলাম, ডা. শতাব্দী ভট্টাচার্য, জুনিয়র কনসালট্যান্ট ডা. আখতারুজ্জামান আকন্দ এবং ডা. সুব্র দেবনাথসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির সিদ্ধান্তকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, “এই ধরনের সংস্কারের নামে স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কোটা পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে পদায়নের দাবি জানাই।”
বক্তারা আরও জানান, দেশের স্বাস্থ্যখাতে দক্ষতা ও কার্যকারিতা ধরে রাখতে তারা যেকোনো অপসংস্কারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন।