২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন

- আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
আজ ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৯.০০ টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ; জনাব সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (ব্যবসা ও মানবসম্পদ ব্যবস্থাপনা), সুনামগঞ্জসহ গণ্যমান্যব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলা অগ্নিবীনা ক্রিকেটার্স বনাম রিভারভিউ ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় অগ্নিবীনা ক্রিকেটার্স ২ উইকেটে জয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অগ্নিবীনা ক্রিকেটার্স এর খেলোয়াড় সাকিব।