সংবাদ শিরোনাম ::
ট্রাক্টরের চাপায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৩:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সিরাজ সরদার (৫০) নামের কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, নিহত সিরাজ সরদার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের মির্জা আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার শাহপুর সড়কের পাশে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, চাকার সামনে থেকে জমির খড় সরাতে গেলে ট্রাক্টর গাড়ি গড়িয়ে সিরাজ সরদারের উপরে উঠে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে হাল চাষ করার জন্য ট্রাক্টর নিচের দিকে নামছিল। এসময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারায় এবং কৃষকের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক সিরাজ সরদারের মৃত্যু হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।