শ্রমিক কল্যান ফেডারেশন তাহিরপুর উপজেলার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে- উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খাঁন

- আপডেট সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে
অতিতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। শুধু ছিনিমিনি খেলেনি, শ্রমিক- মালিকদের মধ্যে তারা সংঘাত সৃষ্টি করেছে। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। তিনি বলেন, তারা শ্রমিকদের অধিকার হরন করেছে, ঝুকিহীনভাবে কাজের নিশ্চয়তা শ্রমিকদের জন্য কেউ তৈরি করে নাই। হাড় ভাঙ্গা পরিশ্রম করেও প্রকৃত পারিশ্রমিক থেকে বঞ্চিত শ্রমিকরা। দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা, ও আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
শুক্রবার( ৩) জানুয়ারী ২০২৫ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন তাহিরপুর উপজেলা শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন।
তোফায়েল আহমেদ খাঁন আরো বলেন, মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ মুক্ত হবে না। শ্রমিক শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোন বৈষম্য থাকবে না। সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। তাই নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তিনি শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও নব নিযুক্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মু আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যান উপদেষ্টা মু রুকন উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, জেলা শ্রমিক কল্যান সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, জেলা বারের আইনজীবী এড. মহসিন রেজা মানিক, জেলা আই বি ডব্লিউ সভাপতি মো: ফরিদ উদ্দিন সহ প্রমুখ,।
সম্মেলনে নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, দায়িত্ব এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সম্মেলনে শ্রমিকদের জন্য একটি সুন্দর, ন্যায্য এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
পরে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য আব্দুল আলীম ইমতিয়াজকে সভাপতি, আবিকুল ইসলামকে সিনিয়র সহ- সভাপতি, আতিকুল ইসলামকে সহ- সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সাধারন সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।