সুনামগঞ্জ ইত্তেহাদুল উলামা পরিষদের কমিটি গঠন

- আপডেট সময় : ০৩:০২:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ ইত্তেহাদুল উলামা পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর বিপণিতে সরকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের আহ্বায়ক মাওলানা ফজলে রাব্বি খান এবং মাওলানা মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, সরকারী অধ্যাপক মাওলানা আব্দুল মালেক, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, মাওলানা সালেহ আহমদ, মাওলানা নুরুল আনোয়ার, প্রভাষক মাওলানা রুহুল আমিন, মাও. তোফাজ্জল হোসেন সিরাজী, মাওলানা শহিদুর রহমান, মাওলানা কাজী মমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মইনুল হক মুমিন, মাওলানা গোলাম কিবরিয়া ও মো. রেজাউল করিম কাপ্তান প্রমুখ।
আলোচনা শেষে অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ কে সভাপতি, মাওলানা ফজলে রাব্বি খানকে সাধারণ সম্পাদক, মাওলানা আতিকুল হক কে সাংগঠনিক সম্পাদক ও হাফিজ মাওলানা আবু বকর সিদ্দিক কে অর্থ সম্পাদক করে সভায় উপস্থিতির সর্বস্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা
আসসালামুয়ালাইকুম।
আপনার অনলাইন পত্রিকায় সংবাদটি প্রকাশিত করার জন্য
স্যারকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।