ছাতকে সীমান্ত জনকল্যাণ সংস্থার কম্বল বিতরণ

- আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
সামাজিক সংগঠন সীমান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সুনামগঞ্জের ছাতক উপজেলার ২’শতাধিক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজার ও রাবারড্রাম এলাকায় কম্বল বিতরণের এই কর্মসূচী সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।
সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মো: ইলিয়াস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রুস্তম আলী,ছাত্রকল্যাণ সহসম্পাদক আব্দুল হক,মাহবুব হোসেন অলিদ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সুফি আলম সোহেল বলেন,
ছাতকের সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের মানুষের কল্যাণের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে সীমান্তিক জনকল্যাণ সংস্থা। এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার শিক্ষা,সাহিত্য,পরিবেশ ও সামাজিক নানান কাজে অবদান রেখে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিগত ভয়াবহ করোনা ও প্রলয়নকারী বন্যায় ও সংগঠনটি বন্যাদূর্গতের সেবায় কাজ করেছে। এরই দ্বারাবাহিকতায় আজ ছনবাড়ি ও রাবারড্রাম এলাকার নিম্ন আয়ের ২’শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।
এসময় সংগঠনের অন্যান সদস্যগণ ও এলাকার বিভিন্ন মহলের সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।