সুনানগঞ্জ পৌর জমিয়তে উলামায়ে ইসলামের শপথ গ্রহণ ও আলোচনা সভা

- আপডেট সময় : ১১:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
সুনানগঞ্জ পৌর জমিয়তে উলামায়ে ইসলামের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন।
সাধারণ সম্পাদক মাও. মুফতি মুবাশ্বির আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. মুফতি মোস্তফা কামালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, ইউরোপ জমিতের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পৌর জমিয়তের উপদেষ্টা মুফতি আব্দুল হক আহমদী, মাও. আবু সাঈদ, মুফতি বদরুল আলম, হাফিজ মাও. আবদুল গাফ্ফার, মাও. নূরুল মুত্তাকিন, হাফিজ মাওলানা নূর হোসাইন, মাও. আমীরুল ইসলাম, পৌর জমিয়তের সহ-সভাপতি মুফতি জিয়াউল হক, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মাও. খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাও. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. তায়েফ আহমদ, অর্থ সম্পাদক হা. মাও. ইয়াহয়া বিন রফিক, প্রচার সম্পাদক মাও. আমিরুল ইসলাম প্রমুখ।