হাওররক্ষা বাঁধ নির্মান
জেলা কাবিটা কমিটির মিটিংয়ে ওয়ার্ক পারমিট প্রদানের তাগিদ

- আপডেট সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
ফসলরক্ষা বাঁধ নির্মানে গঠিত পিআইসি কমিটিকে কাজ শুরু করার জন্য ওয়ার্ক পারমিটসহ একাধিক প্রস্তাবনা ও কাজে গতি বাড়াতে তাগিদ প্রদান করা হয়েছে জেলা কাবিটা কমিটির মিটিংয়ে।
রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে জেলা কাবিটা নীতিমালা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির মিটিংয়ে এই তাগিদ প্রদান করা হয়।
বিগত ১৫ ডিসেম্বর বাঁধের কাজ উদ্বোধন করা হলেও ১২ উপজেলার কোথাও এখন পর্যন্ত কাজ শুরুর ওয়ার্ক পারমিট প্রদান করা হয়নি।
এছাড়াও পিআইসি কমিটি গঠনে অনিয়ম স্বেচ্ছাচারিতা ও অর্থের বিনিময়ে ফ্যাসিবাদের দোসরদের কাজ পাইয়ে দেয়া, বিশেষ করে তাহিরপুর, দিরাই, শাল্লায় অনিয়মের বিরুদ্ধে মানবন্ধন করা ও তাহিরপুরে প্রতিবাদ কর্মসূচী থেকে ব্যানার ছিনিয়ে নেয়ার বিষয়টি কমিটির মিটিংয়ে একাধিক সদস্যদের আলোচনায় উঠে এসেছে।
বিগত মিটিংয়ের সিদ্ধান্ত ছিল বাঁধের কাজ তদারকির স্বার্থে একটি ওয়াটসআপ গ্রুপ খোলার। যেখানে জেলা কমিটির সকল সদস্যকে এড করে তাদের মতামত ও পর্যালোচানার সুযোগ করে দেয়া। গ্রুপ খোলার তিন দিন পরেই পিআইসি নিয়ে সমালোচা শুরু হলে অনলি ফর এডমিন উল্লেখ করে কার্যত গ্রুপটি বন্ধ করে রাখা হয়। রোববারের মিটিংয়ে জেলা প্রশাসকের হস্থক্ষেপে তা পুনরায় চালু করা হয়।
কাবিটা মিটিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও আলোচনায় আংশগ্রহন করেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোমতাজুল হাসান আবেদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সেরেনুর আলী, বিএনপি নেতা আকবর আলী, আব্দুল হাই, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবুনাসার, সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ প্রমুখ।
প্রসঙ্গত, সুনামগঞ্জের ৫৩ হাওরে ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর আবাদযোগ্য জমির বোরো ফসলরক্ষার জন্য ৫৮৮ কি:মি: বাঁধ নির্মানে ৬৭৫টি প্রকল্প বাস্তবায়নে ১২৫ কোটি ১৯ লাখ ৪২ হাজার টাকা বরাদ্ধ রয়েছে।
কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করার নিয়ম রয়েছে।